অদ্য ১৩/০১/২০২১ খ্রি. তারিখ বিকেল ৪.০০ ঘটিকার সময় ৪নংদক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ , মনপুরা, ভোলাকে পরিদর্শণ করতে আসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা জেলা মহোদয় জনাব সুব্রত কুমার সিকদার। প্রথমে ইউনিয়ণ ডিজিটাল সেন্টার পরিদর্শন করতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে ওয়েব পোর্টাল বিষয়ে চেয়ারম্যান সাহেব মোঃ অলিউল্যাহ মিয়াকে পোর্টালের বিভিন্ন দিক দেখান এবং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের উদ্যোক্তাকে ধণ্যবাদ জ্ঞাপন করেন যে, পোর্টালের কাজ ভালো হয়েছ। পোর্টালের বিস্তারিত পরিদর্শন করেন সাথে থাকা সহকারী কমিশনার সাধারণ শাখা জনাব অমলেশ মজুমদার , ভোলা মহোদয় , এবং বিভিন্ন সাইট দেখে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাকী কিছু সমস্যার বিষয়ে চেয়ারম্যান এবং উদ্যোক্তাকে পরামর্শ প্রদান করেন। তার পরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ফাইল পত্র খুলে দেখান ইউপি সচিব মোঃ নিয়ামুল আলম রুদ্র, এবং এলজি এসপির ওয়ার্ডসভার বই দেখেন, প্রকল্প বাসতবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে মতামত প্রকাশ করেন। পরিষদের ক্যাশ বই দেখেন , ইউপি গ্রাম পুলিশদের সাথে আলাপ করেন , তাদের বেতনাদীর সম্পর্কে মতামত প্রকাশ করেন, আরো বিভিন্ন দিক পরিদর্শন করেণ। এলাকাঘুরে দেখোর জন্য জেলা প্রশাসক মহোদয় ইউনিয়নের ম্যানগ্রোব বাগান দেখতে যান, যাহা ভোলা জেলাতে সর্বেপরি সুন্দর বনের পরে এটিই বড় ম্যানগ্রোব বাগান। দেখতে খুবই সুন্দর। পরিশেষে তিনি উপজেলা সদরে চলে য়ান।
( লবঙ্গ চন্দ্র দেবনাথ)
উদ্যোক্তা, ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ ডিজিটালে সেন্টার, মনপুরা, ভোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস