Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মনপুরা উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


যোগাযোগ

 

ঢাকা থেকে সরাসরি লঞ্চ যোগে মনপুরাতে আসা যায়। ঢাকা সদর ঘাট থেকে বিকাল ৫.৩০ মিঃ ঢাকা থেকে হাতিয়ার উদ্দ্যেশে লঞ্চ ছেড়ে আসে, সকাল ০৭টায় মনপুরায় ঘাট করে। এছাড়াও ভোলা থেকে প্রথমে গাড়ীতে করে কুঞ্জের হাট, কুঞ্জের হাট থেকে মিশুক অথবা রিক্সা যোগে তজুমদ্দিন, তজুমদ্দিন ঘাট থেকে সি-ট্রাক যোগে মনপুরাতে আসা যায়।

 

1. রামনেওয়াজ লঞ্চ ঘাট থেকে ঢাকা লঞ্চ যোগে - প্রতিদিন দুপুর 2টা, ঢাকা থেকে মনপুরা প্রতিদিন বিকাল 5 ঘটিকায় লঞ্চ যাতায়াত করে।

2.হাজিরহাট লঞ্চ ঘাট থেকে প্রতিদিন সকাল 10 ঘটিকায় এবং রামনেওয়াজ লঞ্চ ঘাট থেকে প্রতিদিন সকাল 11 ঘটিকায় সিট্রাক যোগে তজুমদ্দিন একটি সিট্রাক যাতায়াত করে। একই সিট্রাক প্রতিদিন বিকাল 3.00 ঘটিকায় তজুমদ্দিন থেকে মনপুরার উদ্যেশ্যে ছেড়ে আসে।

3. সাকুচিয়ার জনতা লঞ্চ ঘাট থেকে প্রতিনি সকাল 9 ঘটিকায় এবং দুপুর 2 ঘটিকায় চরফ্যাশনের উদ্যেশ্যে লঞ্চ যাতায়াত করে এবং চরফ্যাশন বেতুয়া ঘাট প্রতিদিন সকাল 10.00 ঘটিকায় ও 12.30 মিনিতে লঞ্চ মনপুরার জনতা ঘাটের উদ্যেশ্যে ছেড়ে আসে। বিকাল ৩.০০ঘটিকায় বেতুয়া থেকে ছেড়ে আসে , বিকাল ৪.০০ ঘটিকায় দক্ষিন সাকুচিয়া জনতা বাজার লঞ্চ ঘাটে ভীরে। সেখান থেকে মটর সাইকেল যোগে মনপুরা উপজেলা সদরে আসতে ১৮ কিমি.  বর্তমান ভাড়া হল ১২০ টাকা।